রাহ্মণবাড়িয়া থেকে চুরি হওয়া শিশু নোয়াখালীতে উদ্ধার

Noakhali-3.jpg

নোয়াখালী জেলা প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা থেকে চুরি হওয়ার দু’দিন পর (১৯ মাস) বয়সী শিশু মো. সিফাত মোল্লাকে নোয়াখালী থেকে উদ্ধার করেছে চরজর থানা পুলিশ। মো. সিফাত মোল্লা ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবপুর গ্রামের মোল্লাবাড়ির শিপন মোল্লার ছেলে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় পুলিশ অভিযান চালিয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ এলাকা থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধার করে। এ সময় শিশু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর কাজী মোখলেছ গ্রামের নুরনবীর ছেলে আনোয়ার (২৫), একই এলাকার আবদুস শহীদের ছেলে ফারুক (৩৫)। এর আগে, গত (৬ সেপ্টম্বর) দুপুরের দিকে ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে শিশু চুরির এ ঘটনা ঘটে। রাত ১০টায় চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল শিশুটিকে তার মা লাকী বেগম ও বাবা শিপন মোল্লার হাতে তুলে দেন।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, অভিযুক্ত ফারুক ও তার স্ত্রী ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় তাদের পাশের একটি ভাড়া বাসায় বসবাস করত। গত ৬ সেপ্টম্বর দুপুরের খাওয়ার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ফারুক ও তার স্ত্রী শিশু সিফাতকে চুরি করে পালিয়ে যায়। শেষে শিশুকে হত্যার ভয় দেখিয়ে তারা বিকাশের মাধ্যমে তাদের কাছ থেকে দু’দফায় ছয় হাজার টাকা হাতিয়ে নেয়। পরে পুলিশ অভিযোগ পেয়ে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে এবং দু’জনকে আটক করে।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল জানায়, এ ঘটনায় চুরি হওয়া শিশুর বাবা বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর আখাউড়া থানায় একটি অপহরণ মামলা করে। এই মামলার সূত্র ধরে শিশুটি উদ্ধারে অভিযানে নামে পুলিশ। পরে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়ন থেকে শিশুটিকে উদ্ধার করে রাত ১০টার দিকে তার মা-বাবার হাতে তুলে দেওয়া হয়।

আটককৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top