সদরঘাটে ঘরমুখী মানুষের ঈদযাত্রা

..jpg

সদরঘাট টার্মিনাল। ছবি: সংগৃহীত।

নগর প্রতিবেদক :

করোনাকে উপেক্ষা করে আসন্ন কোরবানীর ঈদ প্রিয় মানুষের সঙ্গে ভাগাভাগি করতে বাড়ি যাওয়ার জন্য ভিড় করেছে লঞ্চ যাত্রীরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সরদঘাট টার্মিনালে এমন চিত্র দেখা গেছে।

করোনাময় ঈদ-উল-আজহায় মানুষ যাতে ঘরমুখী না হতে পারে সে জন্য সরকার থেকেও তিন দিনের ‍ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানেও এ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। করোনার মহামারিতে মানুষকে ঈদে বাড়ি যেতেও না করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। তবে বুধবার (২৯ জুলাই) সদরঘাট ও ট্রেন স্টেশনে মানুষের ভিড় তেমন ছিল না বললেই চলে। একদিকে করোনায় সংক্রমিত হয়ে পড়ার ঝুঁকি, অন্যদিকে বন্যার হানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top