দুর্নীতি-লুটপাট-বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য যুব সমাজের প্রতি আহ্বান: ইনু

Inu.jpg

হাসানুল হক ইনু এমপি।

নগর প্রতিবেদক::

করোনা আমাদের বিদ্যমান রাষ্ট্র ও শাসন ব্যবস্থার দূর্বলতা, ঘাটতি, কমতি প্রকাশিত করেছে। তাই সংবিধান পর্যালোচনা করে রাষ্ট্র ব্যবস্থা ও শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হবে। দুর্নীতি-লুটপাট-বৈষম্যে দেশের যুব সমাজের মেধার অপচয় হচ্ছে। দুর্নীতি-লুটপাট-বৈষম্যের বিরুদ্ধে যুব সমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান,জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি।

হাসানুল হক ইনু এমপি বুধবার  ২ সেপ্টেম্বর  সকাল ১১ টায়, ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব জোট কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে মোবাইলে বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন।

তিনি বলেন, সর্বজনীন শিক্ষা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সর্বজনীন খাদ্য নিরাপত্তা এবং ইন্টারনেট ব্যবহারের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠার প্রশ্নে আর পিছিয়ে আনার কোন সুযোগ নেই।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহিল কাইয়ূম, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, জাতীয় যুব জোটের সহ-সভাপতি কাজী সালমা সুলতানা ও হারুন অর রশিদ সুমন, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফঁসি, জাতীয় আইনজীবী পরিষদ নেত্রী নীলঞ্জনা রিফাত সুরভী, বাংলাদেশ যুব ঐক্যের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম, যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত খান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাজ আজাদ মিন্টু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top